বিশ্ব ক্রিকেটে সাকিবের রাজকীয় প্রত্যাবর্তন

আইসিসির দেয়া নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেই আবারো জ্বলে উঠলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দীর্ঘদিন পর ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়েই মাঠে ফিরেন সাকিব। আর এ সিরিজের প্রথম ওয়ানডেতেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের সেরা বোলিং ফিগারের রেকর্ড গড়েছেন তিনি। ৭.২ ওভার বোলিং করে মাত্র ৮ রান দিয়ে শিকার করেন ৪ উইকেট।

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বোলিং তোপে হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাত্র ৩২.২ ওভারে ওয়েস্ট ইন্ডিজকে ১২২ রানে অলআউট করে টাইগাররা।

ক্যারিবীয় ব্যাটিং লাইনআপে একের পর এক আঘাত হানেন সাকিব। আঁটসাঁট বোলিংয়ে একে একে সাজঘরে ফেরান আন্দ্রে ম্যাককার্থি (১২), অধিনায়ক জেসন মোহাম্মদ (১৭) এনক্রুমান বোনার (০) ও আলজারি জোসেফকে ( ৪)।

Scroll to Top