করোনাঃ যুক্তরাষ্ট্রে একদিনে শনাক্ত ১ লাখ ২৫ হাজার

মাত্র একদিনেই যুক্তরাষ্ট্রে কমপক্ষে ১ লাখ ২৫ হাজার ৫৯৬ মানুষের মধ্যে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। দেশটির স্থানীয় সময় শুক্রবার সংক্রমণের নতুন এ রেকর্ড হয়েছে বলে জানিয়েছে সিএনএন। হাসপাতালে করোনা নিয়ে ভর্তির হার ক্রমেই বাড়ছে।

করোনা মহামারী ছড়ানোর পর যুক্তরাষ্ট্রে একদিনে এটাই সর্বোচ্চ সংক্রমণের সংখ্যা। এ নিয়ে টানা তৃতীয় দিনের মতো দেশটিতে ১ লাখের বেশি করোনা রোগী পাওয়া গেছে।

জন হপকিন্স বিশ্ববিদ্যালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত করোনায় সংক্রমিত হয়ে মারা গেছে আরও ১১৩৭ জন।

কভিড-১৯ নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৫৪ হাজারের বেশি আমেরিকান। এর মধ্যে ১১ হাজারকেই নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছে কভিড ট্র্যাকিং প্রজেক্ট।

Scroll to Top