যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের ১৮টি নির্বাচনী র্যালি থেকে প্রায় ৩০ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই আক্রান্তদের মধ্যে মারা গেছেন ৭০০ জনের বেশি মানুষ।
মার্কিন স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির ‘দ্য এফেক্টস অব লার্জ গ্রুপ মিটিং অন দ্য স্প্রেড অব কোভিড-১ঃ দ্য কেস অব ট্রাম্প র্যালিস’ শীর্ষক গবেষণায় এই তথ্য উঠে এসেছে।
এই গবেষণায় গত ২০ জুন থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত হওয়া ট্রাম্পের ১৮টি নির্বাচনী র্যালি পর্যবেক্ষণ করা হয়েছে। গবেষণা দলের সদস্যরা বলছেন, বড় জনসমাবেশে করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের ঝুঁকি নিয়ে জনস্বাস্থ্য কর্মকর্তাদের যে সতর্কবার্তা ও শঙ্কা ছিল, আমাদের বিশ্লেষণও দৃঢ়ভাবে সেটিকে সমর্থন করছে। ট্রাম্পের র্যালিগুলো যেসব কমিউনিটিতে হয়েছে সেখানকার মানুষদের চরম মূল্য দিতে হয়েছে।
এই গবেষণার কথা উল্লেখ করে একটি টুইট বার্তায় ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প আপনাদের কথা ভাবেন না। এমনকি তিনি তার নিজের সমর্থকদের কথাও ভাবেন না।
: আল-জাজিরা, সিএনবিসি