যখন কেউ দেখে না, তখন ওরা যা করে (দেখুন ছবিতে)

প্রাণীদের গতিবিধি এবং আনাগোনা বুঝতে তাদের চলাচলের পথে শিকারিরা \’ট্রেইল ক্যামেরা\’ ব্যবহার করেন। প্রাণীদের নড়াচড়া শনাক্ত করে ক্যামেরা স্বয়ংক্রিয়ভাবে ছবি তোলে। তবে এখানে শিকারির কারসাজির কথা বলা হচ্ছে না। এই ক্যামেরাগুলো দারুণ একটি কাজ করে যায়। তা হলো, এই প্রাণীজগতের অদেখা ছবিগুলো দেখিয়ে দিচ্ছে।

যখন বনে ঘন অন্ধকার। প্রাণীদের কার্যকলাপ কেউ দেখে না, তখন তারা আসলে কী কী করে? এই চিত্রই দেখিয়েছে ক্যামেরাগুলো। ওই প্রাণীরাও সম্ভবত বোঝে যে তাদের কেউ-ই দেখছে না। ছবিগুলো দারুণ মজার। এমনিতেই দিনের আলোতেও যদি কোনো সাফারি পার্কে গিয়ে তাদের দিকে নজর রাখা যায়, অনেক মজার দৃশ্য দেখা যাবে।

কিন্তু আঁধার নামলে ওরা যে আসলে কী করে তা কেউ জানে না। এখানে সেই ঘটনাগুলোর কিছু নমুনা তুলে ধরা হলো। এ সবই গোপন ক্যামেরায় তোলা ছবি।
\"\"
\"\" \"\" \"\" \"\" \"\" \"\" \"\" \"\" \"\" \"\"
বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, ১২ অক্টোবর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসএফ

 

Scroll to Top