বৈশ্বিক মহামারি করোনার শুরু থেকেই লকডাউনের বিরুদ্ধে কথা বলে আসছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বোলসোনারো। এমনকি কারোনা ঠেকাতে ঘরবন্দী করে রাখার পদক্ষেপের দীর্ঘদিন ধরেই সমালোচনা করে আসছেন তিনি।
করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে অনেক দেশ নতুন করে লকডাউন দিচ্ছে। গতকাল বৃহস্পতিবার দ্বিতীয়বার লকডাউনের পদক্ষেপকে ‘পাগলামি’ বলে মন্তব্য করেছেন জইর বোলসোনারো।
অধিকাংশ পশ্চিমা দেশ ও লাতিন আমেরিকার বেশ কয়েকটি দেশে কয়েক সপ্তাহ ধরে সর্বোচ্চ সংক্রমণ শনাক্ত হচ্ছে। অনেক সরকার ভাইরাসটির বিস্তার নিয়ন্ত্রণে আনার জন্য শক্তিশালী ব্যবস্থা গ্রহণ শুরু করেছে। এ ক্ষেত্রে অবশ্য যুক্তরাষ্ট্র ব্যতিক্রম। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুসারী বলে পরিচিত বোলসোনারো।