মহামারী করোনা তাণ্ডবে বিপর্যস্ত গোটা বিশ্ব। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এখন পর্যন্ত করোনার কোনও কার্যকরী টিকা আবিষ্কার না হলেও এ নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে বিশ্ব।
এমন পরিস্থিতিতে প্রাণঘাতী এই ভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় এর বিস্তার ঠেকাতে ইংল্যান্ডে তিন স্তরের লকডাউন বা সতর্কতা ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।
গতকাল সোমবার পার্লামেন্টের নিম্নকক্ষ হাউজ অব কমনসে দেওয়া ভাষণে জনসন বলেন, মহামারী মোকাবেলায় দেশজুড়ে আরেক দফায় লকডাউন আরোপ করা সঠিক কোনো সমাধান নয়। এর পরিবর্তে নতুন তিন স্তরের লকডাউন ব্যবস্থা চালু করা হবে।
এই স্তরগুলো হবে মাঝারি, উচ্চ এবং অতি উচ্চ স্তর। জনসন জানান, ইংল্যান্ডের বেশিরভাগ এলাকায় মাঝারি মাত্রার সতর্কতা জারি থাকবে। অর্থাৎ, সেখানে এরই মধ্যে যেসব বিধিনিষেধ জারি হয়েছে তা বহাল থাকবে এবং সেইসঙ্গে রাত ১০টা পর্যন্ত কারফিউ থাকবে।
: বিবিসি