সাতক্ষীরায় ৯১ বোতল ফেনসিডিল ও পাথর ভর্তি ট্রাকসহ ভারতীয় নাগরিক আটক

৯১ বোতল ফেনসিডিল ও পাথর ভর্তি ট্রাকসহ সাতক্ষীরা সদর উপজেলায় জহরুল মণ্ডল (২৪) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।

বুধবার (৭ অক্টোবর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা স্থলবন্দরের পাকা রাস্তার থেকে তাকে আটক করা হয়।

আটক জহরুল মণ্ডল ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার ইটিন্ডা আথাপুরের আব্দুস সামাদের ছেলে।

আজ বৃহস্পতিবার (০৮ অক্টোবর) দুপুরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন সদর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাতে ভোমরা বিওপি’র টহল কমান্ডার হাবিলদার শহিদুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি টহল দল সীমান্ত পিলার থেকে এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ভোমরা স্থলবন্দরের পাকা রাস্তায় অভিযান চালায়। এ সময় ভারত থেকে বাংলাদেশে পাচারকালে ৯১ বোতল ফেনসিডিল ও ৪৬ টন পাথর ভর্তি একটি ট্রাকসহ ভারতীয় নাগরিক জহরুল মণ্ডলকে আটক করা হয়।

জব্দ করা ফেনসিডিল ও পাথরসহ আটক ব্যক্তিকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে।

Scroll to Top