মহামারী করোনাভাইরাসে আক্রান্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শারীরিক অবস্থা নিয়ে খোদ তার, তার চিকিৎসক এবং হোয়াইট হাউজ থেকে বিভিন্ন ধরনের বক্তব্য পাওয়া যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার শারীরিক অবস্থা এখন ভালো, তবে সামনের দিনগুলোতে \’আসল পরীক্ষা\’।
এদিকে সম্প্রতি করোনা আক্রান্ত প্রেসিডেন্ট বাবাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মেয়ে ইভাঙ্কা ট্রাম্প লিখেছেন, ‘তুমি একজন যোদ্ধা, তুমি এটি (করোনা) জয় করতে পারবে। তোমাকে ভালোবাসি, বাবা।’
ডোনাল্ড ট্রাম্প শিগগিরই করোনা জয় করে ফিরবেন বলে আশা প্রকাশ করে ইভাঙ্কা আরও জানান, ‘প্রার্থনা করি আমার বাবা ও মেলানিয়াসহ কোভিডে আক্রান্ত সবাই দ্রুত সুস্থ হয়ে উঠবেন। তারা সম্মিলিতভাবে যেমন কোভিডের বিরুদ্ধে লড়ছেন, তেমনি করে প্রেসিডেন্ট দেশের মানুষের জন্য তার লড়াই অব্যাহত রাখবেন।’
উল্লেখ্য, নির্বাচনের ঠিক আগে অসুস্থ হয়ে পড়ায় ট্রাম্পের নির্বাচনী প্রচারণাকেও বাধাগ্রস্থ করেছে। ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় ফিরতে চাইছেন বলে জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে নভেম্বর মাসের তিন তারিখ জো বাইডেনের মুখোমুখি হবেন তিনি।