যখন কাঁপছে প্রেক্ষাগৃহগুলো ঠিক তখনই ঘোষণা এলো যে ‘ঢাকা অ্যাটাক’-এর সিক্যুয়াল আসছে। নাম হবে ‘ঢাকা অ্যাটাক এক্সট্রিম’। তবে পরবর্তী সিরিয়ালে কারা থাকছেন তা জানালেন পরিচালক দীপঙ্কর দীপন।
তিনি বলেন, ‘আমাদের এ পর্বের সবাই থাকবেন আগামী পর্বে। তবে নতুন অনেকেই হয়ত যুক্ত হবেন।’
ছবির গল্প কী নিয়ে হবে? দীপন বলেন, ‘আমরা তা এখনো ঠিক করিনি। তবে দ্বিতীয় পর্বে বিদেশে অনেককিছু আছে।‘
তিনি আরো বলেন, ‘আমরা তিনটি পর্ব করার পরিকল্পনা করেছি। তৃতীয় পর্বে ইচ্ছে আছে পুরোটা বিদেশে করার। সেক্ষেত্রে হয়ত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ব্যাপারগুলো উঠে আসবে।’
‘ঢাকা অ্যাটাক’-এর গল্পে পরের পর্বের কোনো ক্লু আছে কিনা?— এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘থাকতেও পারে। তবে আপাতত কিছু বলা যাচ্ছে না।’
আরো জানান, ‘ঢাকা অ্যাটাক’ নিয়ে দেশের বাইরে যাবেন আগামী সপ্তাহে। দীপন বলেন, ‘আমরা বড় জোর মাস দেড়েক এখনকার পর্বটির প্রচারণা চালাব। এরপর দ্বিতীয় পর্বের গল্প লেখা শুরু করব।’
দ্বিতীয় পর্ব মুক্তি পাবে ২০১৯ সালে। নির্মাণ সময় ধরা হয়েছে দুই বছর।
‘ঢাকা অ্যাটাক’-এ অভিনয় করেছেন আরিফিন শুভ, মাহিয়া মাহি, এবিএম সুমন, কাজী নওশাবা আহমেদ, শতাব্দী ওয়াদুদ, আলমগীর, আফজাল হোসেন, সৈয়দ হাসান ইমাম, শিপন মিত্র। খলচরিত্রে আছেন অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশি তাসকিন রহমান।
ছবিটির মূল ভাবনা ও কাহিনী রচনা করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের এডিসি সানী সানোয়ার। ‘ঢাকা অ্যাটাক’ যৌথভাবে প্রযোজনা করেছে স্প্ল্যাশ মাল্টিমিডিয়া, ঢাকা পুলিশ পরিবার কল্যাণ সমিতি লিমিটেড ও থ্রি-হুইলারস লিমিটেড।
বাংলাদেশ সময় : ১৪২০ ঘণ্টা, ১১ অক্টোবর, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/এ