আজ রোববার (১৩ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ জেলা করোনা হাসপাতালের বাইরের ময়লার ভাগারে আগুন লেগে সেই আগুনের ধোঁয়া পুরো হাসপাতালে ছড়িয়েছে আতঙ্কের সৃষ্টি হয়েছে।
আজ বিকেলে হাসপাতালের পেছনের দিকে ময়লার ভাগারে এ আগুন লাগার ঘটনা ঘটে।
এতে মুহূর্তেই হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এদিকে, আগুন লাগার সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মন্ডলপাড়া স্টেশনের কর্মীরা।
হাসপাতালের চিকিৎসা তত্ত্বাবধায়ক ও উপ পরিচালক (স্বাস্থ্য) ডা. গৌতম রায় জানান, বাইরে ময়লার ভাগারে কীভাবে আগুন লাগলো বলতে পারছি না। সেখান থেকে আগুনের ধোঁয়া পুরো হাসপাতালে ছড়িয়ে পড়ে। এতে আতঙ্কিত হয়ে পড়েছিল চিকিৎসক ও রোগীরা। দ্রুত চেষ্টায় হাসপাতাল কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে একটু অসতর্কতা হলে ঘটে যেতে পারতো ভয়াবহ দুর্ঘটনা।
তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেও জানান তিনি।