করোনাভাইরাসের হানায় ব্রাজিল ও যুক্তরাষ্ট্রের পর এবার বিপর্যস্ত হয়ে পড়েছে ভারত। আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রতিদিনই বাড়ছে ভারতে। গত ২৪ ঘণ্টায় ৮৩ হাজার ৮৮৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে দেশটি তে। এর মধ্য দিয়ে বিশ্বে একদিনে সর্বাধিক সংখ্যক কোভিড রোগী শনাক্তের রেকর্ড করে ভারত। এতে দেশটিতে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৩৮ লাখ ৫৩ হাজার ৪০৬।
এদিকে, ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১ হাজার ৪৩ জন মারা গেছেন। দেশটিতে এখন পর্যন্ত এ রোগে মারা গেছেন ৬৭ হাজার ৩৭৬ জন। তবে আক্রান্ত আর মৃত্যুর মধ্যেও ভারতে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৯ লাখ ৭০ হাজার ৪৯২ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৮ হাজার ৫৮৪ জন।
করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত ভারতের মুম্বাইয়ের মহারাষ্ট্র। এরপরই রয়েছে যথাক্রমে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক, উত্তরপ্রদেশ, দিল্লি, পশ্চিমবঙ্গ, বিহার, তেলেঙ্গানা, আসাম, উড়িষ্যা ও গুজরাট।