মাগুরায় ২০ বছর আত্মগোপনে হত্যাকারী, অবশেষে গ্রেপ্তার

মাগুরার চাঞ্চল্যকর নাট্যকর্মী টুলু হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পালাতক আসামি সুমন মোল্যাকে (৪৫) আটক করেছে পুলিশ। শ্রীপুর থানা পুলিশ শনিবার রাতে স্থানীয় সাচিলাপুর বাজার থেকে তাকে আটক করে। সুমন শ্রীপুরের কচুয়া গ্রামের মৃত আশরাফ মোল্যার ছেলে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মদ মাসুদ জানান, ২০০০ সালে পূর্বশত্রুতার জের ধরে মাগুরার নাট্যকর্মী টুলুকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে সুমন। নৃশংস এ হত্যাকাণ্ডের পর থেকেই সুমন পালাতক ছিল। অন্যদিকে ২০০২ সালে মাগুরা বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে টুলু হত্যা মামলায় সুমন মোল্যাকে সশ্রম কারাদণ্ড ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন।

তিনি আরো বলেন, হত্যাকাণ্ডের পর ২০ বছর আত্মগোপনে ছিল সুমন। শ্রীপুর থানা পুলিশ শুক্রবার রাত আটটার দিকে শ্রীপুরের সাচিলাপুর বাজার থেকে সুমনকে আটক করতে সক্ষম হয়।

Scroll to Top