নিউইয়র্কের রচেস্টারে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি সহোদরের মৃত্যু

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় দুই ভাই নিহত হয়েছে। স্থানীয় সময় সোমবার দিবাগত রাত ১টার দিকে নিউইয়র্ক শহর থেকে প্রায় সাড়ে ৩০০ মাইল দূরে রচেস্টারের অন্টারিও কাউন্টিতে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই বাংলাদেশি তরুণ মোজাম্মেল হক রাসেল (৩৩) এবং তার ভাই হিমেল আকতার জয় (২৮) মারা যান।

এই ঘটনায় আহত হয়েছেন তাদেরই আপন ছোট ভাই আনিসুল হক আপেলসহ (১৮) আরও দু’জন। স্থানীয় সময় মঙ্গলবার রাত দেড়টার দিকে বাফেলো থেকে নিউইয়র্কে ফেরার সময় এ দুর্ঘটনাটি ঘটে। হাসপাতালে নেওয়ার আগেই দুই ভাই ও অপর গাড়িরচালক ৮১ বছরের আমেরিকান এক বৃদ্ধ মারা গেছেন।

নিহত সহোদরের গ্রামের বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলায়। তাদের বাবার নাম সিরাজুল ইসলাম ভূঁইয়া। এদিকে বাবা মো. সিরাজুল ভূঁইয়া নিহত ছেলেদের লাশ নিতে বাফালো পৌঁছেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, নিউইয়র্ক অঙ্গরাজ্যের বাফালোয় নায়াগ্রা জলপ্রপাত দেখেতে মোজাম্মেল ও তার দুই ভাইসহ তাদের এক বন্ধু সেখানে যান। ফেরার পথে রচেস্টার শহরের কাছে ভয়াবহ এ সড়ক দুর্ঘটনায় শিকার হন তারা। আনুমানিক রাত দেড়টার দিকে ৮১ বছর বয়সী বৃদ্ধ চালক ভুল করে সড়কের উল্টোপথে ঢুকে পড়েন।

মহাসড়কের দুর্ঘটনা তদন্তকারী পুলিশের সূত্রে জানা যায়, দুর্ঘটনার প্রায় ৮ মিনিট আগে থেকেই উল্টোপথে গাড়ি চালাচ্ছিলেন ৮১ বছর বয়সী ওই বৃদ্ধ। আহত আরও দু’জনকে গুরুতর অবস্থায় নিকটবর্তী স্ট্রং মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। অন্যদিকে আপেলের অবস্থা এতটা সংকটময় নয় বলে জানা গেছে।

Scroll to Top