দুনিয়াজুড়ে শুধু মন খারাপের যত খবরের ছড়াছড়ি। কিন্তু কানাডার টরোন্টো চিড়িয়াখানায় এমন কিছু রয়েছে যা দেখলে আপনার মন মুহূর্তেই ভালো হয়ে যাবে। দেখামাত্র রীতিমতো প্রেমে পড়ে যাবেন- এতে কোনো সন্দেহ নেই। অতি সুন্দর আর অলস এই প্রাণীগুলোর মাটিতে ইচ্ছাকৃত পতন আপনাকে দেবে অনাবিল আনন্দ। ছোট-বড়, লোমশ আর নাদুস নুদুস প্রাণীগুলোকে পৃথিবীর সবাই ভালোবানেন। তারা পান্ডা। বিলুপ্তির খাতা থেকে কোনশতে নাম কাটানো গেছে তাদের।
চেংদু রিসার্চ বেজ অব জায়ান্ট পান্ডা ব্রিডিং এর গবেষণায় বলা হয়, মাটি পড়ে গড়াতে গড়াতে যাওয়া পান্ডাদের সাধারণ ও স্বাভাবিক আচরণ। বাচ্চাগুলো মাকে দেখে এগুলো করতে থাকে। বিজ্ঞানীদের ধারণা, বাচ্চা পান্ডাদের এসব আচরণ তাদের ধীরে ধীরে সক্ষম প্রাপ্তবয়স্ক হতে সহায়তা করে।
এ মাসের ১৩ তারিখে টরোন্টো চিড়িয়াখানা তাদের জায়ান্ট পান্ডার বাচ্চাদের দ্বিতীয় জন্মবার্ষিকী পালন করবে।
এ উপলক্ষে তারা একটি ভিডিও প্রকাশ করেছে। গত ২৪ মাসে এরা কতটুকু বেড়ে উঠেছে তাই দেখা যাবে ভিডিওতে।
ওদের দেখতে আসেন প্রচুর মানুষ। একজন বললেন, আমি কোনদিন ওদের ধরে দেখিনি। কিন্তু আচরণ দেখে আমি নিশ্চিত যে, ওদের কোনো হাড় নেই। কেবল নরম আর ফোলা লোমের একটা শরীর।
ওদের যারাই দেখছেন তারাই বলছেন, এদের দেখার পর যদি কারো মন ভালো না হয়, তবে তার কোন সমস্যা আছে।
বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, ১০ অক্টোবর, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/নীল