ফের সুনামগঞ্জে বন্যার আশংকা, বাড়ছে সুরমার পানি

সুনামগঞ্জে ফের বন্যার আশংকা দেখা দিয়েছে। মাত্র কয়েক দিনের ব্যবধানে পানি বাড়তে শুরু করেছে সুরমাসহ বিভিন্ন নদ-নদীর। সোমবার (২০ জুলাই) দুপুর ১২টায় সুরমা নদীর পানি বেড়ে ষোলঘর পয়েন্ট দিয়ে বিপৎসীমার ৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে ১৯০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এর আগে, দুইবার সুনামগঞ্জের মানুষজন বন্যা কবলিত হয়ে পড়ে। তবে সুনামগঞ্জে পানি বাড়তে পারে কিনা সেটি ভারতের মেঘালয় রাজ্য ও চেরাপুঞ্জির বৃষ্টির উপর নির্ভর করছে। ওই সব স্থানে বৃষ্টির পরিামাণ বাড়লে সুনামগঞ্জের নদ-নদী গুলোতে পানি বাড়তে থাকবে।

পানি উন্নয়ন বোর্ড জানায়, ঢাকা থেকে প্রাপ্ত রিপোর্টে আবহাওয়ার পূর্ভাবাসে বলা হয়েছে যে সুনামগঞ্জের দিকে পানি না ও বাড়তে পারে। পানি বাড়বে যদি ভারতে পাহাড়ী ঢল এসে সীমান্ত দিয়ে সুনামগঞ্জের নদ-নদীতে ঢুকে পড়ে। এছাড়া সুনামগঞ্জে বৃষ্টিপাতের কারণে বন্যা হওয়ার আশঙ্কা নেই।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী প্রীতম পাল জানান, সুরমার পানি কিছুটা বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এখন বাড়ার উপর নির্ভর করে সুনামগঞ্জে তৃতীয় দফায় আবার বন্যা হবে কি না।

Scroll to Top