২০১৫ সালে ব্রিটেনের বার্মিংহামে পাওয়া যায় পবিত্র ধর্মগ্রন্থ কোরআনের সবচেয়ে প্রাচীনতম পাণ্ডলিপি খুঁজে পাওয়া যায়। রেডিওকার্বন পরীক্ষায় জানা যায়, এটি ১৩৭০ বছরের পুরোনো। যে সময় মহানবী হযরত মুহাম্মদ (সা) বেঁচে ছিলেন। এটি নিয়ে তখন বেশ শোরগোল হয়েছিল। একই বছর পাণ্ডুলিপিটি জনসাধারণের প্রদর্শনীরও আয়োজন করা হয়। বর্তমানে লিখিত কোরআনের ওই পাণ্ডুলিপিটি বার্মিংহাম ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাছে আছে।
অক্সফোর্ড ইউনিভার্সিটি রেডিওকার্বন এসিলারেটর ইউনিটে বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের কাডবারি রিচার্স লাইব্রেরিতে পাওয়া পান্ডুলিপিটির পরীক্ষা করা হয়। এতে দেখা যায়, ৫৬৮ সাল থেকে ৬৪৫ সালের মধ্যে হিজাজি নামে পরিচিত আরবি স্ক্রিপ্টে এটি লেখা হয়েছিল। এতে কোরআনের কয়েকটি সুরাহ রয়েছে।
বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে প্রায় এক শতাব্দী পাণ্ডুলিপিটি সবার অগোচরে ছিল। মধ্যপ্রাচ্য ভিত্তিক নানা বই ও অন্যান্য দলিলের মধ্য থেকে এটি খুঁজে পাওয়া যায়। এ খবর হওয়ার পর ব্রিটেনের গ্রন্থাগার বিশেষজ্ঞ ডা. মুহাম্মদ ইসা ওয়ালে বলেছিলেন, এটি খুবই চমৎকার আবিষ্কার এবং এ খবর মুসলমানদের আনন্দিত করবে।
বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের ক্রিশ্চিয়ানিটি ও ইসলামের অধ্যাপক ডেভিড টমাস বলেছেন, কোরআনের কিছু কিছু অংশ পার্চমেন্ট, পাথর, খেজুরগাছের পাতায় লেখা হয়েছিল।