ফ্রান্সে মাস্ক পরতে বলায় হামলা, বাসচালকের মৃত্যু

গোটা বিশ্বে তাণ্ডব চালাচ্ছে মহামারী করোনা। বৈশ্বিক এই মহামারি পরিস্থিতিতে মাস্ক পরাকে কেন্দ্র করে হামলার শিকার হওয়া ফ্রান্সের বাসচালক ফিলিপ মঙ্গুইয়ো মারা গেছেন। শুক্রবার তার মেয়ে মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে।

গত রবিবার রাতে ফ্রান্সের বাইয়ন শহরে টিকেট ও মাস্ক ছাড়া কয়েকজন লোক বাসে উঠতে চান। বাধা দিলে লোকগুলো মঙ্গুইয়োকে উপর্যুপরি ঘুষি মারেন। তিনি মাথায় গুরুতর আঘাত পান। তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার তাকে ‘ব্রেন ডেড’ ঘোষণা করেন চিকিৎসকরা।

শুক্রবার বাসচালক ফিলিপ মঙ্গুইয়োর মেয়ে ম্যারি জানান, আমরা তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। চিকিৎসকরা এটির পক্ষে এবং আমরাও।
এদিকে এমন ন্যাক্কারজনক ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে।

ইতোমধ্যে দুজনের বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা করা হয়েছে। বাকি আরও তিনজনের বিরুদ্ধেও হত্যা চেষ্টায় সহযোগিতার মামলা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের ঘটনায় ওই অঞ্চলের চালকরা কর্মবিরতি শুরু করেছেন। অপরাধীদের শাস্তি না হওয়া পর্যন্ত তারা কর্মসূচি চালাবেন বলে জানা গেছে।

Scroll to Top