সমুদ্র ঘেরা দ্বীপে উদ্যাম যৌনতার সেই ভিডিও সরাল ইউটিউব!

ইউটিউব থেকে সরিয়ে দেওয়া হল কলম্বিয়ান সেক্স ট্যুরিজম সংস্থার একটি ভিডিও৷ এমনকি বন্ধ করে দেওয়া হল তাদের অ্যাকাউন্টটিও৷ অ্যাকাউন্টটির নাম গুড গার্লস কোম্পানি৷ কিন্তু কি ছিল সেই ভিডিওতে?

সমুদ্রতটে যৌনতার স্বাদ অনুভব করতে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল গুড গার্লস কোম্পানি৷ কলম্বিয়ার সেই দ্বীপে ‘সেক্স অ্যান্ড ড্রাগস হলিডে’ চলছিল৷ এই অনুষ্ঠান উপলক্ষে সমুদ্রের তীরে অবাধে চলছিল যৌনতা৷ এমনকি ওই সংস্থা থেকে পছন্দমতন প্রস্টিটিউট দেওয়ারও ব্যবস্থা ছিল৷ প্রায় তিন দিন ধরে চলে এই বিশেষ সেক্স হলিডে৷ তিনদিনের এই সমগ্র সেক্সের অনুষ্ঠানটি ভিডিও করে ইউটিউবে দেওয়া হয়৷ এই বিশেষ ভিডিওটি ‘সেক্স আইল্যান্ড এক্সপেরিয়েন্স’ নামে ইউটিউবে দেওয়া হলেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সেটি৷

\"\"

ভিডিওটিতে সবাইকে অত্যন্ত ঘনিষ্ট অবস্থায়, নগ্ন ও বিকিনি পরে সমুদ্রতটে ঘুরে বেরাতে দেখা গেছে৷ তবে, শুধু মদ্যপান কিংবা সেক্সেই আটকে ছিল না এই বিশেষ হলিডে৷ ইউটিউবের নিয়ম লঙ্ঘন করাতেই সরিয়ে দেওয়া হয় ভিডিওটি৷ এমনকি সাসপেন্ড করে দেওয়া হয় গুড গার্লস কোম্পানির অ্যাকাউন্টটি৷

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, ০৯ অক্টোবর, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/নীল

Scroll to Top