প্রাণঘাতী করোনায় আক্রান্ত আওয়ামী লীগের এমপি দুলাল

প্রাণঘাতী করোনায় আক্রান্তের তালিকায় আসলো আওয়ামী লীগের আরো এক এমপি। এবার এই তালিকায় উঠেছে জামালপুর-২ (ইসলামপুর) আসনের এমপি ফরিদুল হক খান দুলালের নাম।

গতকাল বুধবার (৩ জুন) রাতে ময়মনসিংহ মেডিক্যাল কলেজের নমুনা পরীক্ষার পর দুলালের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়।

ফরিদুল হক খান দুলাল নিজে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, করোনা আক্রান্ত হওয়ায় তিনি সবার কাছে দোয়া প্রার্থী। এ ছাড়া জামালপুরের ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, একই উপজেলার ভাইস চেয়ারম্যান এবং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানও করোনা আক্রান্ত। তবে তাঁরা সবাই ভালো আছেন।

এমপি দুলাল বলেন, আমার শরীরে করোনার তেমন কোনো উপসর্গ নেই। তারপরও পজিটিভ এসেছে। শনাক্ত হওয়ার পর জামালপুরের গ্রামের বাড়িতে আমি আইসোলেশনে আছি।

এ নিয়ে চার জন এমপি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর আগে চট্টগ্রাম-৬ আসনের এমপি এবং রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী, নওগাঁ-২ আসনের এমপি শহীদুজ্জামান সরকার এবং ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল করোনায় আক্রান্ত হন।

আক্রান্তদের মধ্যে শহীদুজ্জামান সরকার ও এ বিএম ফজলে করিম চৌধুরী সুস্থ হয়েছেন বলে জানা গেছে।

Scroll to Top