ধোনি ২০১১ বিশ্বকাপ ফাইনালে কেন ২ বার টস করেছিলেন?

দ্বিতীয়বারের মতো ভারত ২০১১ সালে বিশ্বকাপ শিরোপা জিতেছিল। ২ মার্চ অনুষ্ঠিত বিশ্বকাপের সেই ফাইনালে ভারতের মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কা। লঙ্কানদের ৬ উইকেটে হারিয়ে ২৮ বছর পর ৫০ ওভারের ক্রিকেটে বিশ্বকাপ জেতে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন ভারত। কিন্তু সেদিন ফাইনাল ম্যাচ শুরুতেই বিতর্কের জন্ম নিয়েছিল। ফাইনালে ধোনির দাবির মুখে দুই দুই বার টস হয়েছিল। এতিদিন পর সেই ঘটনা নিয়ে মুখ খুললেন কুমার সাঙ্গাকারা।

লকডাউনে ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে ইনস্টাগ্রাম চ্যাটে এসে সাঙ্গাকারা জানান কেন সেদিন ধোনি দ্বিতীয়বার টস করতে বলেছিলেন। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ছিল কানায় কানায় দর্শকে ঠাসা। শুরু থেকেই গ্যালারিতে প্রচণ্ড স্লোগান ভেসে আসছিল।

সেই প্রসঙ্গ টেনে এনে সাঙ্গাকারা বলেন, \’ওয়াংখেড়ের টসের ঘটনা আমার মনে আছে। সেদিন মাহি (ধোনি) কল নিয়ে নিশ্চিত ছিল না। সে আমাকে বলে যে, আমি টেল কল করেছি? আমি বলি হেড বলেছি। ম্যাচ রেফারিও বলেন আমি জিতেছি। কিন্তু মাহি স্বীকার করে না। ফলে একটা দ্বিধা তৈরি হয়। তাই আবার টস করতে হয়।\’

ধোনির দাবির মুখে দ্বিতীবার টস অনুষ্ঠিত হলে সেই দফাতেও জিতে যান সাঙ্গাকারা। টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন তিনি। এই প্রসঙ্গে লঙ্কান কিংবদন্তি বলেন, \’আমি জানি না, হয়তো ভাগ্যবান ছিলাম আমি তাই দ্বিতীয়বারও টস জিতি। আমার বিশ্বাস ভারত টস জিতলে তারাও প্রথমে ব্যাটিংই নিত। আমরা হারি বা জিতি, জয় পরাজয়ে সমানভাবে প্রতিক্রিয়া দেখানোর ভারসাম্য আমাদের আছে। আসলে হাসির আড়ালে অনেক দুঃখ, হতাশা লুকিয়ে ছিল।\’

Scroll to Top