৪০ বছর বয়সেও জাতীয় দলে খেলার স্বপ্ন স্পিনার হরভজনের!

ক্রিকেটবিশ্ব একপ্রকার ধরেই নিয়েছে যে ভারতের স্পিনার হরভজন সিংয়ের আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হয়ে গেছে। মিডিয়াতেও তাকে \’সাবেক স্পিনার\’ হিসেবেই বলা হয়। ৪ বছর আগে খেলেছেন সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ। কিন্তু আগামী জুলাইয়ে ৪০ পূর্ণ করতে চলা হরভজন এখনও জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখেন!

আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের দ্বিতীয় সফলতম বোলার হরভজন। ঝুলিতে আছে ৭০৭ আন্তর্জাতিক উইকেট। ২০১৫ সালে শেষবার টেস্ট ও ওয়ানডে খেলেছেন। পরের বছর বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত এশিয়া কাপে খেলেছেন সর্বশেষ টি-টোয়েন্টি। সেই হরভজন এখনও টি-টোয়ন্টিতে ফেরার আশা করেন। আইপিএলে তিনি নিয়মিত পারফরমার। ১৫০ উইকেট নিয়ে হয়েছেন আইপিএলের তৃতীয় সেরা উইকেট শিকারি। এটিই তাকে এখনও আশা দেখাচ্ছে ভারতের হয়ে আবার মাঠে নামার।

ক্রিকইনফোকে দেওয়া সাক্ষাতকারে হরভজন বলেন, \’আমি প্রস্তুত (ভারতের হয়ে খেলতে)। আইপিএলে যদি ভালো বোলিং করতে পারি সুযোগ পেতেই পারি। বোলারদের জন্য এই টুর্নামেন্ট খুবই কঠিন, কারণ মাঠ ছোট, বিশ্বের শীর্ষ ক্রিকেটাররা খেলেন। তাদের বিপক্ষে বল করা খুবই চ্যালেঞ্জিং। আইপিএলে তাদের বিপক্ষে ভালো বল করলে আন্তর্জাতিক ক্রিকেটেও ভালো করা সম্ভব। আইপিএলে আমি মূলত পাওয়ার প্লে ও মাঝের ওভারগুলোতে বল করেছি এবং নিয়মিত উইকেট নিয়েছি।\’

তিনি আরও বলেন, \’তবে এটা তো আমার হাতে নেই। এখনকার ভারতীয় দলের ম্যানেজমেন্টের কেউ আমার সঙ্গে এসব নিয়ে কথা বলে না। তারা আমার দিকে তাকাচ্ছে না, কারণ তারা মনে করে আমার বয়স অনেক বেশি। ঘরোয়া ক্রিকেটেও আমি খেলি না (আইপিএল ছাড়া)। গত ৪-৫ বছরে তারা আমার দিকে তাকায়নি, যদিও আইপিএলে ভালো করছিলাম, উইকেট নিচ্ছিলাম এবং রেকর্ড আমার পক্ষে ছিল।\’

Scroll to Top