করোনা: লকডাউন শহরে হঠাৎ শত শত ভেড়ার উপদ্রব

প্রাণঘাতী করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় থমকে আছে গোটা বিশ্ব। এই ভাইরাসের প্রকোপ থেকে বাঁচতে বিশ্বব্যাপী মানুষ এখন ঘরবন্দি। সামাজিক দূরত্ব নিশ্চিত করতে মানুষে মানুষে বাড়ছে শারীরিক দূরত্ব।

তবে ভেড়ার পাল কি আর করোনাভাইরাস বোঝে! এত সংখ্যক ভেড়া অবশ্য লকডাউন করে রাখাও মুশকিল। তুরস্কের সামসুন শহরে সম্প্রতি লকডাউন ভেঙে রাস্তায় নামতে দেখা গেছে শত শত ভেড়া।

শহরটির রাস্তা ফাঁকা থাকায় অনেকটা বিক্ষোভ মিছিলের মতো করে পুরো রাস্তা আটকে হেঁটে গেছে তারা।
সেই ঘটনার ভিডিও ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি প্রকাশ করেছে। তাতে দেখা যায়, ভেড়াগুলো একই গতিতে সামনের দিকে অগ্রসর হচ্ছে। তাদের মধ্যে কেউই ইউটার্ন নিচ্ছে না।
: বিবিসি

Scroll to Top