প্রাণঘাতী করোনার কারণে ইউরোপিয়ান ফুটবলে বড় ধরনের মন্দার আশঙ্কা করা যাচ্ছে। এমনকি শীর্ষস্থানীয় ক্লাব বার্সেলোনাও নিজেদের ক্ষতি পুষিয়ে উঠতে উঠে-পড়ে লেগেছে। এরই মধ্যে গুঞ্জন উঠেছে পারফরম্যান্স খারাপের কারণে ইতোমধ্যে দলের সেরা ৮ ফুটবলারকে বিক্রি করতে চাইছে বার্সা।
এদের মধ্যে লুইস সুয়ারেস, আঁতোয়া গ্রিজম্যান, ফিলিপ্পে কুতিনহো, ওসমানে দেম্বেলে , ইভান রাকিতিচ, আর্তুরো ভিদাল, নেলসন সেমেদো এবং স্যামুয়েল উমতিতির নাম রয়েছে। জানা যায়, ইংলিশ প্রিমিয়ার লিগের কয়েকটি ক্লাবের সঙ্গে কাতালানদের এই ব্যবসায়িক চুক্তি হতে পারে।
এছাড়া দলের প্রায় সব ফুটবলাররেই আগামী দুই-তিন বছরের মধ্যে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে। ফলে অনেকেই হয়তো দ্রুতই কাতালানে নিজেদের শেষ দেখে ফেলতে পারেন। যদিও বার্সার সেরা তারকা ও অধিনায়ক লিওনেল মেসিরও মেয়াদ আগামী বছর শেষ হবে। তবে আর্জেন্টাইন অধিনায়কের বেলায় বার্সা বরাবরই বিনয়ী। তাই তিনি ছাড়া বাকিরা নিজেদের ভবিষ্যৎ নিয়ে এখনই চিন্তা করতে পারেন।
নিচে দেখে নেই কোন সালে কার চুক্তির মেয়াদ শেষ হচ্ছে:
২০২০
বর্তমানে ইস্তানবুল বাসাকসেহিরে ধারে থাকা মিডফিল্ডার আরদা তুরানের এ বছরই মেয়াদ শেষ হবে।
২০২১
লিওনেল মেসি, ইভান রাকিতিচ, আর্তুরো ভিদাল, লুইস সুয়ারেস, রিকুই পুইগ।
২০২২
জেরার্ড পিকে, মার্ক-আন্দ্রে টের স্টেগেন, সের্জি রবের্তো, নেলসন সেমেদো, ওসমানে দেম্বেলে, আনসু ফাতি।
২০২৩
সার্জিও বুসকেতস, নেতো, স্যামুয়েল উমতিতি, ক্লিমেন্ট লংলে।
২০২৪
জর্দি আলবা, মার্টিন ব্র্যাথওয়েট, আঁতোয়া গ্রিজম্যান, ফ্রেঙ্কি দে ইয়ং, আর্থার, জুনিয়র ফিরপো।