করোনাভাইরাসে মৃতের সংখ্যা গতকালের চেয়ে কমেছে ব্রিটেনে, কমেছে আক্রান্তের সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় (শনিবার) মৃত্যু হয়েছে ৬২১ জনের। এর আগে গতকাল শুক্রবার মৃতুবরণ করেছিলেন ৭৩৯ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ১৩১ জনে। আজ নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন কমিউনিটি সেক্রেটারী রবার্ট জেনরিক।
এদিকে ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ার জানিয়েছে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৪৮০৬ জন। গতকাল শুক্রবার জানানো হয়েছিলো এর আগের ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছিলেন ৬২০১, বৃহস্পতিবার আক্রান্ত হয়েছিলেন ৬০৩২, বুধবার আক্রান্ত হয়েছিলেন ৪০৭৬। মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৮২ হাজার ২৬০ জন।
বিবিসি জানিয়েছে গত ২৪ ঘণ্টায় ব্রিটেনের ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ৩৭০ জন, স্কটল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ৪৪, ওয়েলসে ৪৪ জন এবং উত্তর আয়ারল্যান্ডে নতুন করে ১১ জনের মৃত্যুর খবর প্রকাশ করেছে। এই হিসেবে মোট মৃত্যুবরণ করেছেন ৪৬৭ জন। এই হিসেব শুধুমাত্র হাসপাতালে মৃতের সংখ্যা।