দেশে দিন দিন বেড়েই চলেছে করোনার প্রাদুর্ভাব। চট্টগ্রামে আরো এক পুলিশ সদস্যসহ তিনজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন করে আক্রান্তরা হলেন- নগরের বায়েজিদ, পতেঙ্গা এবং দামপাড়া এলাকার বাসিন্দা। এছাড়া লক্ষ্মীপুর জেলায় আরো একজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আজ মঙ্গলবার রাতে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা এসব তথ্য জানান।
চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবীর জানান, চট্টগ্রামের বিআইটিআইডিতে গত ২৪ ঘণ্টায় ১০০ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে চারজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম নগরে তিনজন এবং লক্ষ্মীপুর জেলায় একজন রয়েছে।
জানা যায়, নগরে তিনজনের মধ্যে একজন দামপাড়া পুলিশ লাইনসের সদস্য। তাঁর বয়স ৫০ বছর। আরেকজন বায়েজিদ এলাকার ৫০ বছর বয়সী এক নারী। এছাড়া পতেঙ্গা এলাকার ৩০ বছর বয়সী এক নারী।
এদিকে করোনা পজেটিভ হয়ে চিকিৎসাধীন থাকা যে দুজনের আবারও করোনা পজেটিভ পাওয়া গেছে তাঁদের একজন সাতকানিয়া উপজেলায় ২৭ বছর বয়সী পুরুষ। আরেকজন নগরের হালিশহর শাপলা আবাসিক এলাকার ৩৫ বছর বয়সী নারী।
উল্লেখ্য, বিআইটিআইডিতে আজ (মঙ্গলবার) পর্যন্ত ২৭৪২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে এ পর্যন্ত ১০৩ জনের করোনাভাইরাস (কভিড-১৯) শনাক্ত হয়। শনাক্তকৃতদের মধ্যে চট্টগ্রামে রয়েছে ৬৫ জন রোগী। এর মধ্যে চট্টগ্রামে ইতিমধ্যে করোনা শনাক্ত পাঁচজন রোগী মারা গেছেন। আর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১২ জন রোগী।