করোনায় সারাবিশ্বে আক্রান্ত ২৫ লাখ ছাড়াল

মহামারী করোনা ভাইরাসে সারা বিশ্বে আক্রান্তের সংখ্যা ছাড়াল ২৫ লাখ। মোট আক্রান্তের সংখ্যা এখন ২৫ লাখ ৩ হাজার ৭২ জন। এ ভাইরাসটিতে এ পর্যন্ত মারা গেছেন ১ লাখ ৭১ হাজার ৭৯০ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাড়ে ৬ লাখ ৫৯ হাজার ১৬১জন।

মঙ্গলবার সন্ধ্যায় আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের পরিসংখ্যানে এ তথ্য জানা গেছে।

প্রাণঘাতী এ ভাইরাসে সবচেয়ে বেশি মানুষের প্রাণহানি ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত প্রায় ৮ লাখ মানুষ আক্রান্ত হয়েছেন। ভাইরাসটির সংক্রমণে প্রাণ হারিয়েছেন সাড়ে ৪২ হাজারের বেশি মানুষ। এরপরই মৃত্যুর দিক দিয়ে রয়েছে ইতালি। দেশটিতে মৃত্যুর সংখ্যা ২৪ হাজারের বেশি। তৃতীয় অবস্থানে আছে স্পেন।ইউরোপের এ দেশটিতে মৃত্যুর সংখ্যা ২১ হাজার ২৮২ জনে দাঁড়িয়েছে।

Scroll to Top