টাঙ্গাইলে করোনাভাইরাসে নতুন করে ১ জনসহ জেলায় ১২ জন করোনা রোগী শনাক্ত। ২৪ ঘন্টায় নতুন করে ১৮৮ জসহ ১২টি উপজেলায় মোট ১৮৪৭ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে। এর মধ্য নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ায় ৬৫ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান জানান, গত ২৪ ঘণ্টায় ১০২ জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়। এর মধ্যে নাগরপুরের একজন করোনা রোগী শনাক্ত হয়েছে।
হাসপাতালের তত্বাবধায়ক ডা. সদর উদ্দিন জানান, ৪ জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে। তাদের অবস্থা অনেকটা ভাল বলে।
জেলা সর্বমোট ৭৬১ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। জেলায় মোট হোম কোয়ারেন্টাইনে আনা হয় ৪১৩৭ জন। এদের মধ্যে মেয়াদ শেষ হওয়ায় ২২৯০ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছে ৬৪ জন।
১২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নাগরপুরে ৪ জন, ভূঞাপুরে ৫ জন, মির্জাপুরে ১ জন, ঘাটাইলে ১ জন ও মধূপুরে ১ জন রয়েছে।