পটুয়াখালীতে করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন নারীর মৃত্যু

পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালের ১টি আইসোলেশন কেবিনে করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রাশিদা বেগম নামে ৩৮ বছর বয়সের এক নারীর সকালে মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৪০ বছর। দুই দিন আগে শ্বাসকষ্ট নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন।

করোনার নিয়ম অনুযায়ী ওই নারীর দাফন করা হয়েছে এবং তার পরিবারের অন্যান্য সদস্যদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। রাশিদার বাড়ি সদর উপজেলার বদরপুর ইউনিয়নের মাছখালী গ্রামে এবং সে ওই এলাকার মো. কামাল গাজীর স্ত্রী।

পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের মাছখালি গ্রামের ওই নারী দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন। গত মঙ্গলবার সন্ধ্যায় শ্বাসকষ্টের সঙ্গে জ্বর নিয়ে তিনি হাসপাতালে আসেন এবং তাৎক্ষণিক তাঁকে হাসপাতালে ভর্তি করে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়। বুধবার তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকার রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়। আজ সকাল সাড়ে ছয়টার দিকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে তিনি মারা যান।

এদিকে হাসপাতালটিতে পূর্বের ৫ শয্যার আইসোলেশন কেন্দ্র সম্প্রসারণ করে পুরো একটি ওয়ার্ডকে প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী, চিকিৎসক, নার্স দিয়ে ৩০ শয্যায় উন্নীত করেছেন কর্তৃপক্ষ।

Scroll to Top