কাতালান ক্লাবটির সাবেক সহসভাপতি এমিলি রুশদের বিশ্বাস, শিগগিরই মেসি নতুন চুক্তি করবেন এবং আগামী দলবদলেই নেইমারও হয়ে যেতে পারেন আবার বার্সেলোনার। কাতালান ক্লাবটির সাবেক সহসভাপতি এমিলি রুশদের বিশ্বাস, শিগগিরই মেসি নতুন চুক্তি করবেন এবং আগামী দলবদলেই নেইমারও হয়ে যেতে পারেন আবার বার্সেলোনার।
শোনা যাচ্ছিল এই গ্রীষ্মেই আবার নেইমারের বার্সেলোনায় ফেরা প্রায় নিশ্চিত। বার্সেলোনাই নাকি নেইমারকে সর্বশেষ দলবদলের বাজারে কথা দিয়েছিল, এবার না পারলে আগামী গ্রীষ্মে, মানে এই জুন-জুলাইয়ে যে করেই হোক তাঁকে নেবেই। কিন্তু করোনাভাইরাস এসে অনেক কিছুই এলোমেলো করে দিয়েছে। চারদিকে খেলা বন্ধ। ক্লাবগুলো বিরাট ক্ষতির মুখে পড়েছে। এমন সময়ে নেইমারকে এত অর্থ ব্যয় করে কি বার্সেলোনা দলে নিতে পারবে? এমন একটা চোরা ভয় কাজ করছে ক্লাবটির সমর্থকদের মধ্যে!
তবে রুশদের বিশ্বাস ন্যু ক্যাম্পে আবার মেসি-নেইমার জুটি হবেই। সভাপতি হোসে মারিও বার্তোমেউয়ের \’দুর্নীতির\’ প্রতিবাদ জানিয়ে সহসভাপতির পদ থেকে সম্প্রতি সরে দাঁড়ানো রুশদ বলেছেন, \’আমি মনে করি চুক্তি নবায়নের ক্ষেত্রে মেসি আর বার্সেলোনা একমত হতে পারবে। চুক্তি নবায়নে একমত হতে হলে দুই পক্ষকেই কিছু ছাড় দিতে হবে। তবে মেসি আর বার্সেলোনার সুন্দর সম্পর্কটা আরও লম্বা না হলে আমি বিস্মিতই হব।\’
আর নেইমারের ন্যু ক্যাম্পে আসা? রুশদের কথা, \’এই গ্রীষ্মে নেইমারের এখানে আসাটা সম্ভব বলেই মনে হয় আমার।\’ সবার যেখানে ভয়, সেই করোনাভাইরাস মহামারির কারণেই নেইমারকে পাওয়ার আশা আরও বেশি করে জেগে উঠছে রুশদের, \’মহামারির কারণে খেলোয়াড়দের দামে তারতম্য আসবে বলে মনে হচ্ছে আমার। যারা খেলোয়াড় কিনবে, তাদের জন্য এটা লাভজনক হবে। তবে যারা খেলোয়াড় বেচবে তাদের জন্য হবে ক্ষতির। দেখি আসলে শেষে গিয়ে ব্যাপারটা কী দাঁড়ায়।\’
সান্তোস থেকে ২৯১৩ সালে বার্সেলোনায় নাম লেখানো নেইমার স্পেন ছেড়েছেন ২০১৭ সালে। ট্রান্সফার ফির রেকর্ড গড়ে তিনি নাম লিখিয়েছেন পিএসজিতে। কিন্তু ফ্রান্সের ক্লাবটিতে যাওয়ার পর থেকেই আবার ফুটবল বিশ্বে গুঞ্জন, বার্সেলোনায় ফেরার জন্য ব্যাকুল ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। বার্সেলোনাও তাঁকে আবার ফিরে পেতে মরিয়া।