দিনাজপুরে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের আঘাতে নিহত ১, আহত ১০

দিনাজপুরের বিরামপুরে জমি নিয়ে বিরোধের জেরে আব্দুল বাকী নামে এক ব্যক্তি প্রতিপক্ষের আঘাতে নিহত হয়েছনে। এ ঘটনায় ১০ জন আহত হয়েছেন। সোমবার রাতেই পুলিশ অভিযান চালিয়ে এ ঘটনায় ৬ জনকে আটক করেছে।

সোমবার দিবাগত রাতে দিনাজপুর এমন আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবদুল বাকি মারা যায় বলে নিশ্চিত করেন বিরামপুর থানার ওসি (তদন্ত) মোঃ মতিয়ার রহমান।

নিহত আব্দুল বাকী (৫৫) বিরামপুর পৌর এলাকার পার ভবানিপুর গ্রামের আব্দুর রহিম মুন্সির ছেলে।
আটককৃতরা হলেন, এমদাদুল হক, নুর আলম সিদ্দিকী, এনামুল হক, মামুনুর রশিদ, ইউসুফ আলী, গোলাম মোস্তফা। আটককৃতরা সবাই ওই পার ভবানিপুর এলাকার স্থানীয় বাসিন্দা।

বিরামপুর থানার ওসি (তদন্ত) মোঃ মতিয়ার রহমান জানায়, পার ভবানিপুর গ্রামের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল উভয় পক্ষের মধ্যে। সোমবার দুপুরে কচু ক্ষেতের জমিতে পরিচর্যা করার সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এসময় প্রতিপক্ষের লাঠির আঘাতে কয়েকজনকে গুরুত্বর আহত করে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় আবদুল বাকি মারা যান। এ ঘটনায় সোমবার রাতেই পুলিশ অভিযান চালিয়ে ৬জনকে আটক করেছে।

Scroll to Top