করোনাভাইরাস মহামারি অদ্ভুত, হতাশাজনক এবং বেদনাদায়ক বলে মন্তব্য করেছেন প্রিন্স চার্লস। বুধবার আইসোলেশন থেকে বের হবার পর প্রথম বক্তব্যে এমন কথা বললেন তিনি। তিনি এই দুর্যোগে স্বাস্থ্যকর্মীসহ যারা ঝুঁকি নিয়ে কাজ করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং জনগণকে ধৈর্যের সঙ্গে বাড়িতে থাকার আহ্বান জানান।
করোনায় আক্রান্ত হওয়ার এক সপ্তাহের মধ্যেই সেরে ওঠেন ব্রিটেনের প্রিন্স চার্লস। সোমবার আইসোলেশন অবস্থা থেকে বেরিয়ে আসেন তিনি। তবে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত না হলেও, এখনো আইসোলেশনে রয়েছেন তার স্ত্রী ক্যামিলা।
সরকারি বিধিনিষেধ মেনে সাত দিন আইসোলেশনে থাকার পর চার্লস এখন সুস্থ। গত ২৫ মার্চ চার্লসের করোনা আক্রান্ত হওয়ার খবর প্রকাশ করা হয়। সেই থেকে স্ত্রী ক্যামিলাকে নিয়ে স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে গৃহবন্দি ছিলেন তিনি।
১০ মার্চ লন্ডনে মোনাকোর প্রিন্স অ্যালবার্টের সঙ্গে সাক্ষাৎ করেন চার্লস। প্রথমে প্রিন্স অ্যালবার্ট করোনাভাইরাসে আক্রান্ত হন। তারপরই চার্লসের শরীরে করোনাভাইরাস ধরা পড়ে।