জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর জাপান। শুক্রবার রিখটার স্কেল ৬.৫ মাত্রার ভূমিকম্প দেশটিতে আঘাত হানে। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
আবহাওয়া দফতরের বরাত দিয়ে জাপান টুডে জানিয়েছে, স্থানীয় সময় ভোর ৫.২২ মিনিটে জাপানের ইওয়াতে প্রিফেকচারে ভূমিকম্প আঘাত হানে। গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৩০ কিলোমিটার গভীরে। এর আগে ২০১১ সালে এই অঞ্চলেই প্রবল ভূমিকম্পের জেরে সুনামি হয়েছিল। তবে, এবার সুনামির আশঙ্কা নেই বলেই আশ্বস্ত করা হয়েছে।
বাংলাদেশ সময় : ১৫১২ ঘণ্টা, ০৬ অক্টোবর, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/ডিএ