বিতর্কিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিংয়ের পালিত কন্যা হানিপ্রীত ইনসানকে মঙ্গলবার পাঞ্জাবের জিকাপুর-পাতিয়ালা রোড থেকে গ্রেপ্তার করা হয়।
এরপর থানায় তাকে রাত তিনটা পর্যন্ত জেরার পর বুধবার আদালতে হাজির করে ১৪ দিনের রিমান্ডের আবেদন জানায় পুলিশ। প্রায় একঘণ্টার শুনানি শেষে মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট রোহিত ব্যাস হানিপ্রীতের বিরুদ্ধে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বুধবার কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে হানিপ্রীতকে আদালতে তোলা হয়েছিল। কমান্ডো পাহারায় তাকে আদালতে পেশ করা হয়। হানিপ্রীতের সঙ্গে মঙ্গলবার গ্রেপ্তার করা হয় সুখদীপ কৌর নামে আরেক নারীকে।
দুই শিষ্যাকে ধর্ষণের দায়ে ২৫ আগস্ট রাম রহিমের ২০ বছর কারাদণ্ড ঘোষণার দিন থেকেই ফেরারি ছিলেন হানিপ্রীত। তার বিরুদ্ধে অভিযোগ, আদালত থেকে জেলে যাওয়ার পথে ‘বাবা’কে নিয়ে পালানোর ছক কষেছিলেন। পাশাপাশি, রাম রহিমকে দোষী সাব্যস্ত করার পর সিরসা ও পাঁচকুলায় যে সহিংসতা ছড়িয়েছিল তার নেপথ্যে উস্কানি দেয়ার অভিযোগও রয়েছে হানিপ্রীতের বিরুদ্ধে। ওই হামলায় ৪১ জন মারা যায়। আর আহত হয় পাঁচশোর বেশি।
বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, ০৫ অক্টোবর, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/নীল