ভোলার ভেদুরিয়া ফেরিঘাট সড়কে কাভার্ডভ্যান ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে লিটন নামে এক যাত্রী নিহত হয়েছেন। আজ সকাল সাড়ে ১১টায় ভোলা-বরিশাল সড়কের ভোলা অংশের টাওয়ার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছেন। লিটন ভেদুরিয়া ইউনিয়নের বালিয়াখালী এলাকার কৃষক।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে একটি কাভার্ডভ্যান ফেরিঘাট এলাকা থেকে ভোলার দিকে আসছিলো। এ সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি যাত্রীবাহী নসিমনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নসিমনের যাত্রী লিটন নিহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে।
বিষয়টি নিশ্চিত করেছেন ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারি উপ-পরিদর্শক (এএসআই) সুজন।
বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, ০৫ অক্টোবর, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/নীল