প্রশ্ন ফাঁসের গুজব থেকে সাবধান : ডিএমপি কমিশনার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, প্রশ্ন ফাঁসের গুজব থেকে সাবধান! যারা এসবের সঙ্গে জড়িত থাকবেন তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা হবে।

তিনি বলেন, ‘আগামী ৬ অক্টোবর থেকে এমবিবিএস/বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবারের ভর্তি পরীক্ষাকে ঘিরে ডিএমপি’র কঠোর নজরদারি রয়েছে। ফলে প্রশ্নপ্রত্র ফাঁস বা এ নিয়ে কোনও ধরনের গুজব ছড়ানোর চেষ্টা করলেই পুলিশ ব্যবস্থা নেবে।’

সম্প্রতি এমবিবিএস/বিডিএস ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনে আইন-শৃঙ্খলা বজায় রাখা সংক্রান্ত ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া এর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় মেডিকেল প্রশ্ন ফাঁসের বিষয়ে কঠিন হুঁশিয়ারি করে কমিশনার বলেন, ‘মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস রোধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। কোনভাবেই জড়িতদের ছাড় দেয়া হবে না।’

তিনি বলেন, ‘ইতোমধ্যে প্রশ্ন ফাঁসের সাথে জড়িত যে সকল ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে কঠোর নজরদারিতে রাখা হয়েছে। পাশাপাশি কেউ যেন মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস করতে না পারে সেজন্য মাঠ পর্যায়ে পুলিশ সদস্যরাও তৎপর রয়েছে।’

তিনি আরও বলেন, ‘প্রশ্নপত্র ফাঁসের গুজবে কান না দেয়ার জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। প্রশ্নপত্র ফাঁসের কোন গুজব সোশ্যাল মিডিয়ায় থাকলে বা দেখা দিলে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে জানাতে হবে। প্রশ্নপত্র ফাঁসের গুজবের বিষয় কোন তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে।’

ঢাকা মেট্রোপলিটন পুলিশকে জানানোর মাধ্যমগুলো উল্লেখ করে তিনি বলেন, ‘প্রশ্নপত্র ফাঁস সংক্রান্তে যে কোন তথ্য নিকটস্থ থানা, হ্যালো সিটি এ্যাপ, ডিএমপি ফেসবুক পেইজ, সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম এর ইনবক্সে দেয়ার জন্য অনুরোধ করা হলো।’

ডিএমপি সূত্রে জানা গেছে, এমবিবিএস/বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র কেন্দ্রে নিরাপদে পৌঁছানো এবং পরীক্ষা শেষে উত্তরপত্র যথাস্থানে পৌঁছানোর লক্ষ্যে পুলিশ মোতায়েন করা হবে। সামাজিক গণমাধ্যমসমূহ মনিটরিং করবে পুলিশ। কোচিং সেন্টার, কম্পিউটার ও ফটোকপির দোকানে নজরদারি বৃদ্ধি করা হবে। এছাড়া পরীক্ষার দিন যানজট নিরসনে আজিমপুর হতে সংসদ ভবন পর্যন্ত এবং ফার্মগেট হতে শাহবাগ পর্যন্ত বিশেষ ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করা হবে যাতে যানজট নিয়ন্ত্রণে থাকে।

সুস্থ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের জন্য আইন-শৃঙ্খলা বাহিনির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে বলেও জানানো হয়েছে ডিএমপির পক্ষ থেকে।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, ০৫ অক্টোবর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসডিএম

Scroll to Top