শেরপুরে নকলা উপজেলার লাভা এলাকার রাস্তার পাশের বিদ্যুতের লাইন সংস্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে পিডিবির এক কর্মীর মৃত্যু হয়েছে। মৃত ওই পিডিবি কর্মীর নাম জাহিদ হোসেন (২৫)।
তিনি নকলা শহরের কুর্শাবাদাগৈড় এলাকার মতিউর মিয়ার ছেলে।
বিদ্যুৎস্পৃষ্টে আহত হয়েছেন আরও দুজন। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত দুজনকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর রনি মিয়া নামের একজনকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নকলা থানার ওসি খাঁন আব্দুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, \’নকলার লাভা এলাকায় রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটিতে বিদ্যুতের লাইন সংস্কারের সময় বিদ্যুৎস্পৃষ্টে খুঁটি থেকে নিচে পড়ে এক পিডিবি কর্মী মারা যান। আহত আরেকজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। \’
বাংলাদেশ সময়: ১ ঘণ্টা, ০৫ অক্টোবর, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/নীল