চাঁদপুরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১ হাজার মিটার কারেন্ট জাল, ৮ কেজি ইলিশ, ২টি কাঠের নৌকাসহ দুই জেলেকে আটক করেছে নৌ-পুলিশ। বুধবার রাতে ইলিশ ধরার সময় আটক হন তারা।
আটক জেলেরা হচ্ছেন- লিটন বেপারী (৪৫) ও রতন মিয়া (৩৮)। তাদের বাড়ি হাইমচর উপজেলার তিরাশিকান্দি গ্রামে।
চাঁদপুর জেলা প্রশাসনের এন ডিসি নির্বাহী ম্যাজিস্ট্রেট নারায়ন চন্দ্র পাল রাতেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ জেলেকে ৫ হাজার টাকা করে জরিমানা করেছেন। এছাড়া কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয় এবং ইলিশগুলো এতিম খানায় দিয়ে দেওয়া হয়েছে।
নৌ-পুলিশের অফিসার ইনচার্জ মো. আবুল হাসিম জানান, অভিযান ২২ অক্টোবর পর্যন্ত চলবে, আমরা ২৪ ঘণ্টাই নদী পাহারা দিচ্ছি। ইলিশ ধরলে কাউকেই ছাড় দেয়া হবে না।
বাংলাদেশ সময়: ১২৪১ ঘণ্টা, ০৫ অক্টোবর, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/নীল