প্রধান বিচারপতি আজ পদত্যাগ না করলে কি হবে?

আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের সংগঠন বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের দেয়া আল্টিমেটাম আজ শেষ হচ্ছে। দু’দিন আগে তারা ৪৮ ঘন্টার সময় বেঁধে দিয়ে প্রধান বিচারপতি এস কে সিনহাকে পদত্যাগ করতে বলে দিয়েছিলেন। না হয় কঠোর আন্দোলনে নামবেন এমন হুঁশিয়ারিও দিয়েছিলেন। সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় ও পর্যবেক্ষণ মন্তব্য ঘিরে সরকার ও বিচার বিভাগ মুখোমুখিই হয়নি, গোটা রাজনৈতিক অঙ্গন উত্তপ্তই হয়নি, আওয়ামী লীগ রীতিমতো পদত্যাগের জন্য প্রধান বিচারপতির ওপর প্রবল চাপ সৃষ্টি করেছে।

গত কয়েকদিন ধরে প্রধান বিচারপতির পদত্যাগ চেয়ে সরকার ও তার দলের মন্ত্রী-নেতাদের আক্রমণাত্নক বক্তব্য চলছে। উত্তপ্ত পরিস্থিতি ও চাপের মুখে প্রধান বিচারপতি এস কে সিনহা পদত্যাগ করবেন এমন সম্ভাবনাও দেখা যাচ্ছে না।

এদিকে সমঝোতার কোনো আলামতও দৃশ্যমান নয়। সরকার পক্ষ কোনো ছাড় দেবেন তার লক্ষণও নেই। এমনি পরিস্থিতিতে আজ প্রধান বিচারপতি পদত্যাগ করে বিদায় গ্রহণ না করলে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ কি কঠোর আন্দোলনের কর্মসূচি দেবে? পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে, কি হবে তার পরিণতি? তা নিয়েই সকল মহলে উদ্বেগ উৎকণ্ঠা চলছে।

বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, ২৪ আগস্ট ২০১৭,

লেটেস্টবিডিনিউজ.কম/এসপি

Scroll to Top