পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ২রা সেপ্টেম্বর শনিবার ঈদুল আজহা পালিত হবে বলে জানিয়েছে জাতীয় চাঁদ দেখা কমিটি। গতকাল সন্ধ্যায় ঈদুল আজহার তারিখ নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ তথ্য জানানো হয়। কমিটি বাংলাদেশের আকাশে হিজরি সালের জিলহজ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে ঈদের তারিখ ঘোষণা করে। সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী আলহাজ মতিউর রহমান।
সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে ২৩শে আগস্ট থেকে হিজরি জিলহজ মাস শুরু হওয়ায় আগামী ৩১শে আগস্ট পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সৌদি আরবে ঈদুল আজহা অনুষ্ঠিত হবে ১লা সেপ্টেম্বর। সৌদি আরবের সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। সৌদি আরবের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া, জর্ডান ও মালয়েশিয়ায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ৩০শে আগস্ট থেকে হজের কার্যক্রম শুরু হয়ে ২রা সেপ্টেম্বর পর্যন্ত হজের যাবতীয় কার্যক্রম চলবে।
এদিকে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ধর্মমন্ত্রী জানান হবিগঞ্জ, লক্ষ্মীপুর, শেরপুর, গোপালগঞ্জ, মুন্সীগঞ্জসহ প্রায় সব জেলা থেকে চাঁদ দেখার খবর এসেছে। চাঁদ দেখা যাওয়ায় বৃহস্পতিবার থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। ১০ই জিলহজ, অর্থাৎ ২রা সেপ্টেম্বর ঈদুল আজহা উদযাপিত হবে। হিজরি পঞ্জিকা অনুসারে জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা উদযাপন করেন বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা। মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় সেদিন পশু কোরবানি করা হয়।
বাংলাদেশ সময়: ০০২০ ঘণ্ট ২৪ আগস্ট ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/এস