স্টামফোর্ড ইউনিভার্সিটির ছাত্রী শারমিন হত্যা, আটক বন্ধু

স্টামফোর্ড ইউনিভার্সিটির ছাত্রী রুবাইয়াত শারমিনের মৃত্যুর ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁর বন্ধুকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে তাঁকে আটক করে রাজধানীর মিন্টো রোডে গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার মাসুদুর রহমান এ তথ্য জানান।

রুবাইয়াত শারমিন স্টামফোর্ড ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের স্নাতক শ্রেণির শিক্ষার্থী ছিলেন। গত বুধবার রাতে রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকার রাস্তা থেকে প্রথমে অজ্ঞাতপরিচয় এক তরুণীর লাশ উদ্ধার করেছিল পুলিশ। পরদিন বৃহস্পতিবার রাতে স্বজনেরা রমনা থানায় লাশের ছবি দেখে শারমিনের পরিচয় শনাক্ত করেন।

লাশ উদ্ধারের পর থেকে শারমিনের পরিবার ও সহপাঠীরা একে হত্যাকাণ্ড বলে দাবি করে আসছেন। তবে তাঁর মৃত্যুর কারণ কী, সে উত্তর খুঁজে পাচ্ছে না পুলিশ।
:প্রথম আলো

Scroll to Top