আজ বৃহস্পতিবার লিবিয়া থেকে তিন মরদেহসহ ১৫২ বাংলাদেশিকে দেশে ফেরত আনা হয়েছে। সকালে একটি ফ্লাইটে তারা রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
লিবিয়ার বাংলাদেশ দূতাবাসের সর্বাত্মক প্রচেষ্টা, লিবিয়া ও বাংলাদেশ সরকারের তত্ত্বাবধান এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইএমও) সক্রিয় সহায়তায় তাদের দেশে ফিরিয়ে আনা হয়েছে।
১৫২ জনের মধ্যে ভূমধ্যসাগর থেকে উদ্ধার করা ও ত্রিপোলিতে ড্রোন হামলায় মারাত্মকভাবে আহত ১০ জন বাংলাদেশি রয়েছেন।
নিহত যে তিনজনের লাশ এসেছে, তারা গত ১৮ নভেম্বর ওয়াদি রাবিয়ায় ড্রোন হামলায় নিহত হন।