সচল হল চট্টগ্রাম বন্দর

ঘূর্ণিঝড় বুলবুলের কারণে বন্ধ থাকা চট্টগ্রাম সমুদ্রবন্দরে কার্যক্রম ফের শুরু হয়েছে। ঘূর্ণিঝড় স্থল নিম্নচাপে পরিণত হওয়ার পর আজ রোববার বেলা ২টা থেকে বন্দর চালু হয়েছে।

সকাল ১০টায় আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রাম সমুদ্রবন্দরে ৯ নম্বর মহাবিপৎসংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলেছে।

বন্দর সচিব ওমর ফারুক বলেন, বেলা ২টা থেকে বন্দরে স্বাভাবিক কার্যক্রম চালু করার প্রক্রিয়া শুরু হয়েছে। ইতোমধ্যে দুইটি জাহাজ বন্দরের জেটিতে নোঙর করেছে। আশা করছি, কয়েক ঘণ্টার মধ্যে বন্দরে জাহাজ থেকে কনটেইনার ও পণ্য ওঠানো-নামানো শুরু হবে।

সকাল পর্যন্ত চট্টগ্রামে ঘূর্ণিঝড়ের প্রভাব পড়েনি। আকাশ হালকা মেঘাচ্ছন্ন রয়েছে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের মহাবিপৎসংকেত ঘোষণার কারণে ঘূর্ণিঝড়ের সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে শনিবার সকালে চট্টগ্রাম বন্দরে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়। পণ্য ওঠানামার কাজ বন্ধ রাখা হয়। জেটি থেকে সরিয়ে সব জাহাজকে বহির্নোঙরে নিরাপদ স্থানে পাঠিয়ে দেওয়া হয়েছিল

Scroll to Top