সিরিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় শহরে মার্কিন সেনাদের গাড়িবহরে হামলা চালিয়েছে তুর্কি সমর্থিত ফ্রি সিরিয়ান আর্মির যোদ্ধারা। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
রবিবার দেশটির উত্তরপূর্বাঞ্চলীয় সীমান্তবর্তী তেল তামের শহরে এ হামলার ঘটনা ঘটে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
সিরিয়ার তেল তামেরের ছয় কিলোমিটার পশ্চিমে এম-৪ সড়ক ধরে ইরাক সীমান্তের দিকে যাচ্ছিল মার্কিন সেনাদের গাড়িবহরটি। এসময় তুর্কি সমর্থিত ফ্রি সিরিয়ান আর্মির যোদ্ধারা তাদের ওপর হামলা চালায়।
চলতি বছরের অক্টোবরের শুরুতেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চল থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দেন। এরপর মার্কিন সেনাদের সিরিয়া সীমান্ত ছেড়ে চলে যেতে দেখা যায়।