নওগাঁ সীমান্তে ৭ বাংলাদেশি আটক

নওগাঁর পোরশা উপজেলার হাপানিয়া সীমান্ত থেকে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সাত বাংলাদেশিকে আটক করেছে।

আজ মঙ্গলবার ভোরে হাপানিয়া সীমান্তের ২৩১/২৩২ পিলার এলাকা দিয়ে ভারতের অভ্যন্তরে অবৈধ অনুপ্রবেশ করলে তাদের আটক করে বিএসএফ।

আটককৃতরা হলেন, পোরশা উপজেলার দুয়ারপাল গ্রামের জামাল উদ্দিনের ছেলে সইবুর (২৬), রাংগাপুকুর গ্রামের রবুর ছেলে আতাবুল (২২), বিষ্ণপুর বেড়াচকি গ্রামের মকবুলের ছেলে রেজাউল (২০), কালাইবাড়ি গ্রামের প্রফুল্যের ছেলে বিফল (৩০), একই গ্রামের লোকমানের ছেলে আজাদ (৩২), রফিকের ছেলে জহুরুল (৩২) ও সবুরদ্দিনের ছেলে হাকিম (৩৬)।

স্থানীয়রা জানান, সোমবার দিবাগত রাতে কয়েকজনের একটি দল ভারতের অভ্যন্তরে গরু আনতে প্রবেশ করে। পরে ভোরে গরু নিয়ে ফেরার পথে ২৩১/১০ (এস) নম্বর মেইন পিলার থেকে ভারতের অভ্যন্তরে ক্যাদারীপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের আটক করে।

এ বিষয়ে হাপানিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার মোকলেস বিষয়টি নিশ্চিত করেছেন।

নওগাঁ ১৬ বিজিবির সিও লে. কর্নেল আরিফুল ইসলাম জানান, আমরা বিভিন্ন মাধ্যমে বাংলাদেশিদের ধরে নিয়ে যাওয়ার বিষয়টি জানতে পেরেছি। এ বিষয়ে বিএসএফের সাথে কথা বলার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Scroll to Top