পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন যে, দেশের অগ্রগতিতে স্বাধীনতা বিরোধী চক্র এখনও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন অর্থনীতিতে, শিক্ষায়, যোগাযোগ ক্ষেত্রে, বিদ্যুৎ ও চিকিৎসা সেবায় স্বয়ংসম্পূর্ণ হচ্ছে।
বুধবার দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুরে নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের আওতায় ৭ শতাধিক হতদরিদ্র পরিবারের মধ্যে গভীর নলকূপ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে সামাদ আজাদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাক্ষেত্রে অগ্রাধিকার দিয়ে গ্রামীণ জনপদের উন্নয়নে কাজ করছেন। গ্রামের অসহায় দরিদ্রদের বিশুদ্ধ পানি সংকট দূরীকরণে গভীর নলকূপ স্থাপনের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে।
মন্ত্রী আরও বলেন, আগামীতে বিভিন্ন ধরনের ভাতা প্রদানের পাশাপাশি গৃহ নির্মাণ, সৌর বিদ্যুৎসহ শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের পদক্ষেপ নেওয়া হয়েছে।এ সময় তিনি উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাওয়ার আহ্বান জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুমের সভাপতিত্বে ও শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীনের পরিচালনায় আরও বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন নবী, নির্বাহী প্রকৌশলী (জনস্বাস্থ্য) আবুল কাশেম ও সহকারী প্রকৌশলী আব্দুর রব সরকার প্রমুখ।