সমস্যা হবে না, বাংলাদেশ দলে অনেক ভালো ক্রিকেটার আছেনঃ সৌরভ

ভারতেন জনপ্রিয় ক্রিকেট তারকা ও কলকাতার প্রিন্স সৌরভ গাঙ্গুলী আশ্বস্ত করেছেন বাংলাদেশকে। কলকাতায় দিবারাত্রির টেস্টে কোনো সমস্যা হবে না। তাঁর মতে, বাংলাদেশ দলে অনেক ভালো ক্রিকেটার আছেন, যারা পরিস্থিতির সঙ্গে সহজেই খাপ খাইয়ে নেবেন।

কলকাতায় বাংলাদেশ-ভারত টেস্ট দিবারাত্রির। ফ্লাড লাইটের আলোয়, গোলাপি বলে এই প্রথমবারের মতো খেলতে নামবে দুই দেশ। ঐতিহাসিক এ মুহূর্ত উপহার দিতে যাচ্ছেন সৌরভ গাঙ্গুলী। বিসিসিআই প্রধান হিসেবে শুরুতেই বাজিমাত সাবেক ভারতীয় অধিনায়কের। তবে ভারতের মতো শক্তিশালী টেস্ট দলের বিপক্ষে গোলাপি বলে সত্যিকারের কোনো প্রস্তুতি ছাড়াই বাংলাদেশ দিবারাত্রির টেস্টে খেলতে নামবে। ব্যাপারটি চিন্তায় ফেলেছে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের। সৌরভ অবশ্য সবাইকে আশ্বস্তই করছেন। তাঁর মতে, দিবারাত্রির টেস্টে বাংলাদেশের সমস্যা হবে না।

সাকিব আল হাসানের নিষিদ্ধ হওয়ার ঘটনায় অস্থির বাংলাদেশের ক্রিকেট অঙ্গন। আইসিসির দুর্নীতি দমন ইউনিটকে জুয়াড়ির অনৈতিক প্রস্তাব না জানানোর জন্য দুই বছরের নিষেধাজ্ঞা পেয়েছেন সাকিব। সাকিববিহীন বাংলাদেশ ভারতে কেমন করবে? প্রথমবারের মতো ফ্লাডলাইটের আলোয় টেস্ট খেলতে কি মুশফিক-মাহমুদউল্লাহ-মুমিনুলরা সমস্যায় পড়বেন না! সৌরভ অবশ্য এসব আমলেই নিচ্ছেন না, ‘আমার মনে হয় না, সাকিবের না থাকায় বাংলাদেশের বিশেষ সমস্যা হবে। সাকিব ছাড়াও ওদের দলে অনেক ভালো ভালো খেলোয়াড় আছে। ওরা ঠিকই মানিয়ে নিতে পারবে।’

নভেম্বরের শেষ দিকে টেস্ট হবে, স্বাভাবিকভাবেই শীতের আগমনী আবহাওয়া থাকবে তখন। থাকবে কুয়াশা-শিশিরের যন্ত্রণাও। আর রাতে খেলা হলে তো কথাই নেই। যেখানে রাতে শিশিরের মধ্যে একটা টি-টোয়েন্টি বা ওয়ানডে ম্যাচে একটা বল করতে গিয়ে বারবার রুমাল দিয়ে বল মুছতে হয়, সে ক্ষেত্রে ওই প্রতিকূল পরিবেশে টেস্ট খেলাটা কতটুকু যুক্তিপূর্ণ? সৌরভ আশ্বস্ত করেছেন, শিশির বাধা হয়ে দাঁড়াবে না, ‘আমি নিশ্চিত, শিশির কোনো সমস্যার সৃষ্টি করবে না। আমরা একটা উপায় বের করে ফেলব। ইডেনে তো এর আগে দিনরাতের ওয়ানডে ম্যাচও হয়েছে ওই সময়। শিশির নিয়ন্ত্রণে রাখার জন্য আমরা স্প্রে ব্যবহার করব।’

ঝড়-ঝাপটা যাচ্ছে বাংলাদেশের ক্রিকেটে। এর মধ্যেও দিবারাত্রির টেস্ট খেলতে রাজি হয়েছে বাংলাদেশ। এ জন্য কৃতজ্ঞতাই ঝরেছে সৌরভের কণ্ঠে, ‘কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও। এত অল্প দিনের মধ্যে তাঁরা দিনরাতের টেস্ট খেলার ব্যাপারে রাজি হয়েছেন, এটা সত্যিই অসাধারণ। আমি মনে করি, টেস্টের এগিয়ে যাওয়ার জন্য এর বিকল্প নেই।’

Scroll to Top