৩১ আগস্ট পবিত্র হজ

সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে ২৩ আগস্ট থেকে হিজরি জিলহজ মাস শুরু হওয়ায় আগামী ৩১ আগস্ট পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সৌদি আরবের সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

৩০ আগস্ট থেকে হজের কার্যক্রম শুরু হয়ে ২ সেপ্টেম্বর পর্যন্ত হজের যাবতীয় কার্যক্রম চলবে। সেখানে ১ সেপ্টেম্বর ঈদুল আজহা অনুষ্ঠিত হবে।

চাঁদ দেখায় নিয়োজিত সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে আলোচনার পর সৌদি সুপ্রিম কোর্ট জানিয়েছে, ২৩ আগস্ট থেকে জিলহজ মাস শুরু হচ্ছে।

৯ জিলহজ (৩১ আগস্ট) ফজরের নামাজের পর থেকে আরাফাতের ময়দানে সমবেত হতে থাকবেন বিশ্বের নানা প্রান্ত থেকে আসা লাখ লাখা ধর্মপ্রাণ মুসলমান।

এরই মধ্যে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা সৌদি আরব এসে পৌঁছাতে শুরু করেছে। এখন পর্যন্ত ১২ লাখ ৫৩ হাজার ৭ শত ৫৯ জন হাজী এসে পৌঁছালেও, নির্ধারীত সময়ের আগে আরো হাজীর আগমণ ঘটবে বলে আশা করছে সৌদি সরকার।

সৌদি পাসপোর্ট অফিসের বরাত দিয়ে জানানো হয়েছে: গত বছরের তুলনায় এবছর দুই লাখ উনসত্তর হাজার একশত চৌদ্দজন বেশি হাজী হজ সম্পন্ন করবেন। যা গত বছরের তুলনায় ২৭ শতাংশ বেশি।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, ২৩ আগস্ট ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসডিএম

Scroll to Top