মুখ খুললেন হানিপ্রীত, যা বললেন তিনি…

অবশেষে ধরা দিলেন ভারতের হরিয়ানা রাজ্যের বিতর্কিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিংয়ের কথিত পালিত কন্যা হানিপ্রীত ইনসান। প্রায় দেড় মাস গা ঢাকা দিয়ে থাকার পর মঙ্গলবার গোপন ডেরা থেকে ভারতীয় দু’টি চ্যানেলে সাক্ষাৎকার দেন তিনি। মঙ্গলবার তিনি আদালতে আত্মসমর্পণ করতে পারেন বলেও এতে জানান হানিপ্রীত।

ওই সাক্ষাৎকারে তিনি দাবি করেন, তার বিরুদ্ধে তোলা সব অভিযোগ মিথ্য। এমনকি রাম রহিমের সঙ্গে তার সম্পর্ক নিয়ে সংবাদমাধ্যমে মিথ্যা রটনা চলছে। সাক্ষাৎকারের এক পর্যায়ে কেঁদেও ফেলেন ডেরা সচ্চা সওদায় রাম রহিমের পরের ক্ষমতাধর এই নারী।

রাম রহিমের সঙ্গে তার \’অবৈধ সম্পর্ক\’ নিয়ে যাবতীয় খবরকে মনগড়া গল্প দাবি করে হানিপ্রীত পাল্টা প্রশ্ন করেন, ‘একজন বাবা কি তার মেয়ের মাথায় হাত রাখতে পারে না, সব আবেগ কি শেষ হয়ে গেছে? একজন বাবার কাছে তার মেয়ে তো আদরেরই হয়।’ তাদের \’পবিত্র সম্পর্কে\’ কালিমা লেপন করা হচ্ছে বলেও অভিযোগ করেন হানিপ্রীত।

প্রশাসনের বিরুদ্ধে বিষেদগার করে তিনি দাবি করেন, অনুমতি নিয়েই রাম রহিমের সঙ্গে আদালত ও জেলে হাজির হয়েছিলেন। ২৫ অগস্ট হরিয়ানায় সহিংসতার পর বাড়িতেই ছিলেন তিনি। রাম রহিম জেলে যাওয়ার পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। এরপর তার নামে লুকআউট নোটিস জারির খবর পেয়ে একেবারেই অবসাদগ্রস্ত হয়ে পড়েন।

সাক্ষাৎকারে নিজের সাবেক স্বামী বিশ্বাস গুপ্তের চরিত্র নিয়েও প্রশ্ন তুলেছেন হানিপ্রীত। একই সঙ্গে দাবি করেছেন, নারীদের ওপরে নির্যাতন নয়, বরং ছয় কোটি অবলা নারীকে আত্মনির্ভর করে বাঁচতে শিখিয়েছেন রাম রহিম ও তার সংগঠন।

আদালতের ওপরে তার ভরসা আছে উল্লেখ করে হানিপ্রীত বলেন, হাইকোর্ট বা সুপ্রিমকোর্টে যেতে আমি তৈরি। একটু ভীতি কাজ করলেও তার আশা, তিনি ও তার ‘বাবা’ রাম রহিম নির্দোষ প্রমাণিত হবেন।

বাংলাদেশ সময় : ১৩৪০ ঘণ্টা, ০৩ অক্টোবর, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/এ

Scroll to Top