আজ বুধবার ভোরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নূরের ফেসবুক আইডি হ্যাকড হয়েছে। কোনোভাবেই আইডিতে প্রবেশ করতে পারছেন না তিনি।
ভিপি নূর ফেসবুক আইডি হ্যাকড হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, কোটা সংস্কার আন্দোলনের সময় ছাত্রলীগ তার আইডি হ্যাকড করেছিল। তারাই এটা করে থাকতে পারে।
নূর বলেন, আমরা সবসময় ন্যায়ের পক্ষে ও অন্যায়ের বিপক্ষে কথা বলি। এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে একটি শ্রেণি আমাদের বিতর্কিত করার চেষ্টা অব্যাহত রেখেছে। কিন্তু তাদের এ ঘৃণ্য চেষ্টা কখনই সফল হবে না।
এদিকে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করা হবে বলে জানিয়েছেন তিনি।