বিমানবন্দরে সালমা-রোমানাদের উষ্ণ সংবর্ধনা পিসিবির

দুই ম্যাচের ওয়ানডে সিরিজ ও তিন ম্যাচের টি-টোয়েন্টি খেলতে পাকিস্তানে পৌঁছেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এই সিরিজের জন্য সোমবার ১৫ সদস্যের টি-টোয়েন্টি ও ওয়ানডে দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার লাহোর বিমানবন্দরে পৌছলে সালমা-রোমানাদের উষ্ণ সংবর্ধনা জানায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

সফরে বাংলাদেশের টি-টোয়েন্টি দলকে সালমা খাতুন আর ওয়ানডে দলকে নেতৃত্ব দিবেন রুমানা আহমেদ। আগামী ২৬ অক্টোবর প্রথম টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে সফর শুরু করবে বাংলাদেশ নারী দল। পরের দু’টি ম্যাচ হবে ২৮ ও ৩০ অক্টোবর।

টি-টোয়েন্টি শেষে দুই ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ ও পাকিস্তান নারী দল। প্রথম ওয়ানডে হবে ২ নভেম্বর। দ্বিতীয় ও শেষ ওয়ানডে হবে ৪ নভেম্বর। টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।

Scroll to Top